শেয়ার বিজ্ ডেস্ক: কঠোর প্রতিযোগিতামূলক বাজার মোকাবিলা করে সিঙ্গাপুর এয়ারলাইনসকে (এসআইএ) একটি সেরা প্রতিষ্ঠানে পরিণত করায় পুরস্কৃত হয়েছেন এয়ারলাইনসটির প্রধান নির্বাহী কর্মকর্তা গো চুন ফোং। সোমবার নিউ ইয়র্কে গালা ডিনারে যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং বা বিসিআইইউ গো চুনের হাতে ডোয়াইট ডি আইসেনহাওয়ার গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ড তুলে দেয়। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে প্রথম বিসিআইইউ পুরস্কার প্রাপ্তি। খবর স্ট্রেইটটাইমস।
গো চুন ফোংয়ের প্রশংসা করে অলাভজনক প্রতিষ্ঠান বিসিআইইউ বলছে, তিনি একজন স্বপ্নদর্শী ব্যক্তিত্ব, যিনি রূপান্তরমূলক কাজে নেতৃত্বদানের যোগ্যতাসম্পন্ন। তিনি যুগপৎ কর্মীদের উজ্জীবিত করে এসআইএকে নেতৃস্থানীয় ব্র্যান্ডে পরিণত করেছেন।
বিসিআইইউ আরো বলছে, এসআইএতে সিইও হিসেবে ছয় বছরের কর্মজীবনে তিনি লুফথাননসার মতো অন্য ফুল সার্ভিস এয়ারলাইনসকে পিছিয়ে ফেলেছেন।
এসআইএর সেবা ও নেটওয়ার্ক সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তিনি।
এসআইএ নয়াদিল্লিভিত্তিক ভিস্তারা এয়ারলাইনসের ৪৯ শতাংশের অংশীদার।
এটি ২০১৫ সালের জানুয়ারিতে ফ্লাইট চালু করে।
এয়ারলাইনস বিশেষজ্ঞ ৮২ বছর বয়সী জে ওয়াই পিল্লাই নিউইয়র্কের ওই গালা ডিনারে অংশ নেন। তিনি বলেন, ২৫ বছর আগে আমি যখন এসআইএর চেয়ারম্যান, তখন গো চুন ফোংয়ের সঙ্গে আমার প্রথম দেখা হয়। তার মধ্যে প্রতিশ্রুতিশীল তারুণ্য লক্ষ করেছি। তিনি সেসময় কর্মী হিসেবে যোগ দিয়েছেন এসআইএতে।
তিনি বলেন, আমি অবশ্যই স্বীকার করি, কর্মজীবনের প্রথম দিকে আমি তার (গো চুন) মতো মেধাবী ছিলাম না। তীক্ষ্ন বুদ্ধি দেখে তার সম্ভাবনা মাথায় রেখেছিলাম। যোগ্যতার পরিচয় দিয়েই তিনি এ পর্যন্ত উঠে এসেছেন।
এর আগে বিসিআইইউ পুরস্কার পেয়েছেন ফুটবলার পেলে, টাটা ট্রাস্টের রতন টাটা, জেনারেল ইলেকট্রিকের চেয়ারম্যান ও সিইও জেফরি ইমেল্ট।