প্রিন্ট করুন প্রিন্ট করুন

ঘোড়াঘাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০২৩’ ব্যাচের  শিক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠান করা হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের সভাপতি তোহিদুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. শিবলী সাদিক এমপি।

অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের ৩নং সিংড়া ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান হীরকের  সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, বুলাকীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।