প্রতিনিধি, হিলি : দিনাজপুরের ঘোড়াঘাটে বাস, ট্রাক ও অটোভ্যানের মধ্যে সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। তাদের ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঘোড়াঘাটের বগুড়া-দিনাজপুর মহাসড়কে কানাগাড়ী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার বিশাইন গ্রামের রতœা বালা (৫০) ও তিথি রানী (১৭)। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বিশ্ব ইজতেমার যাত্রী নিয়ে পূর্ণভবা মেইল বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এসময় কানাগাড়ী নামকস্থানে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি পাশে থাকা অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা ছয় যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই আরও এক নারীর মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।