শেয়ার বিজ ডেস্ক: চলতি বছর ইউরোপে যেতে চাওয়া পাঁচ হাজার অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে গেছেন। বার্ষিক হিসাবে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসি।
জাতিসংঘের শরণার্থী সংস্থা সম্প্রতি এ পরিসংখ্যান প্রকাশ করেছে। বৃহস্পতিবার ইতালি উপকূলে রাবারের দুটি নৌকাডুবিতে মৃত্যুবরণকারী ১০০ জনকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝুঁকিপূর্ণ নৌযান এবং কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে বিভিন্ন কৌশল অবলম্বনের কারণে অভিবাসন প্রত্যাশীদের ডুবে যাওয়ার সংখ্যা বেড়েছে। জাতিসংঘ বলছে, শরণার্থীরা যেন নিরাপত্তা পায়, সে ব্যাপারে একটি আইনি পথ খুঁজে বের করা উচিত ইউরোপের।
মুখপাত্র উইলিয়াম স্পেনডেলা বলেন, মৃতের সংখ্যা বাড়তে থাকাটা ভয়ঙ্কর। পাচারকারীরা যেভাবে শরণার্থীকে ভূমধ্যসাগরে ঠেলে দিচ্ছে, তাতে উদ্ধারকারীদের পক্ষে সবাইকে রক্ষা করা কঠিন হয়ে পড়ে।