প্রিন্ট করুন প্রিন্ট করুন

চাঁদপুরে বোগদাদ বাস চাপায় নিহত দুই

প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়ায় বেপরোয়া গতির বোগদাদ বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুরের ঘোষের বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শাহরাস্তি উপজেলার নোয়াগা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (২৫) এবং আরোহী কুমিল্লার লাকসাম উপজেলার দামাতিয়া গ্রামের জাবেদ হোসেন(১৩) মারা যায়।

নিহত শিক্ষক জাহিদের বড় ভাই জোবায়ের জানান, দুপুরে বাড়ী থেকে জাহিদ ও তার ছাত্র জাবের মোটরসাইকেলে মাদ্রাসার দিকে যাচ্ছিল। ঘটনাস্থল রসুলপুর ঘোষের বাড়ীর মোড়ে আসলে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো ব-১৫-১৫৯৮৬২) তাদেরকে চাপা দেয়।এর পরই চালক ও বাসের সহযোগী পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল বলেন, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস আটক করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।