প্রিন্ট করুন প্রিন্ট করুন

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৬০ শতাংশ

সাপ্তাহিক বাজার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ১৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৬০ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৩ কোটি ৯৮ লাখ ২ হাজার টাকা। এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ডিএসইতে ৯ দশমিক ৯০ শতাংশ বা ৫ টাকা ৯০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৬৫ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৩২ লাখ ৯৩ হাজার ৮৭৬টি শেয়ার মোট ৫১ হাজার ৯৩২৭ বার হাতবদল হয়, যার বাজারদর ২১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ৬৪ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৫ টাকা ৫০ পয়সায় লেনদেন করে।

সম্প্রতি পুঁজিবাজারে লেনদেন শুরু করা বিমা খাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে। চলতি বছরের ৬ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করেছে কোম্পানিটি। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। উল্লেখ্য, কোম্পানিটিকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইন পরিপালনের স্বার্থে কমিশন রুলস ২০১৫-এর রুল ৩(২)(পি) থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ৩০ ডিসেম্বর সমাপ্ত ২০২১ সময় পর্যন্ত কোম্পানিটির জীবন বিমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৩৫ কোটি ২১ লাখ ৬৮ হাজার টাকা। এ সময়ে কোম্পানিটির উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া কোম্পানিটির কাছে বর্তমানে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানের জন্য ৪৫ লাখ টাকা উদ্বৃত্ত রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও এবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা প্রগতি লঅইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৫৩ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ১৯ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বেড়েছে। এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ, বিডি থাই ফুড লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৭১ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৮৩ শতাংশ, এমবি ফার্মা লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ১৯ শতাংশ এবং মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ০৯ শতাংশ।