শোবিজ ডেস্ক: সানি লিওনের নতুন ধামাকা ‘লায়লা ম্যায় লায়লা’ নিয়ে ডিসেম্বরের শুরু থেকে আলোচনা চলছে। আইটেম গানটি প্রকাশ হওয়ার আগেই নাকি বিভিন্ন পার্টিতে লায়লা হওয়ার প্রস্তাব পেতে শুরু করেন বলিউডের এ নায়িকা। তার দর উঠে চার কোটি রুপি। সপ্তাহ গড়াতে এ নিয়ে মুখ খুললেন সানি। লিউডভিত্তিক একাধিক সংবাদমাধ্যম জানায়, বড়দিন ও নববর্ষের পার্টিতে ‘লায়লা ম্যায় লায়লা’র তালে নাচার জন্য সানি একাধিক প্রস্তাব পেয়েছেন। এর মধ্যে একটি হোটেল দিতে চেয়েছে চার কোটি রুপি। সম্প্রতি ‘জিসম টু’ তারকা আইএএনএসকে বলেন, ‘আশা করছি খবরটি সত্য হবে। যদি মুম্বাইয়ে গানটির জন্য পারফর্ম করতে চার কোটি রুপি দেওয়া হয়, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবো আমি। আমি চাই খবরটি সত্য হোক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য নয়।’ তিনি আরও জানান, গানটির জন্য নাচার উপলক্ষ খুঁজছেন।