Print Date & Time : 23 June 2021 Wednesday 6:13 pm

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রকাশ: April 21, 2021 সময়- 11:46 am

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিলিভার কনজুমার কেয়ার : কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। আর এ সভায় চলতি হিসাববছরের (২০২১) ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পিপলস ইন্স্যুরেন্স : কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ এপ্রিল বেলা ২টায় অনুষ্ঠিত হবে। এ সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি হিসাববছরের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আইএফআইসি ব্যাংক : কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এ সভায় চলতি হিসাববছরের (২০২১) ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আমান কটন ফাইব্রাস : কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল বেলা ২টায় অনুষ্ঠিত হবে। এ সভায় চলতি হিসাববছরের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।