সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) প্রায় তিন মাস চিকিৎসা নেওয়ার পর অনেকটা সুস্থ হয়ে উঠেছেন সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস। আজ শুক্রবার তাকে ছাড়পত্র দেওয়া হবে। গতকাল সিআরপির উদ্যোগে রেডওয়ে হলে সংবাদ সম্মেলনে এ কথা জানায় সিআরপি কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে খাদিজার চিকিৎসক সাঈদ উদ্দিন হেলাল জানান, খাদিজা এখন সুস্থ। তিনি নিজেই স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন। পাশাপাশি সিলেটের সিআরপি শাখায় খাদিজার প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। এ সময় খাদিজা আক্তার নার্গিস জানান, সিআরপিতে প্রায় তিন মাস চিকিৎসা নিয়ে এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। তিনি পড়ালেখা চালিয়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। গত বছরের ২৮ নভেম্বর স্কয়ার হাসপাতাল থেকে খাদিজাকে চিকিৎসার জন্য সাভারের সিআরপিতে ভর্তি করা হয়।