শেয়ার বিজ ডেস্ক: চীনের কঠোর সমালোচক অর্থনীতিবিদ পিটার নাভারোকে জাতীয় বাণিজ্য সংস্থার প্রধান হিসেবে নিযুক্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।
নাভারো, হোয়াইট হাউজের ন্যাশনাল ট্রেড কাউন্সিলের নেতৃত্ব দেবেন এবং বাণিজ্য ও শিল্পনীতিবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানে পিটার নাভারো উপদেষ্টা হিসেবে ছিলেন। চীনের সমালোচনা করে লেখা তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘দ্য কামিং চায়না ওয়ার’ এবং ‘ডেথ বাই চায়না’।
এ নিয়োগকে ‘আমেরিকানদের আবার মহান করার সংকল্প’ একটি ধাপ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল টিমের সদস্যরা।
নির্বাচনের প্রচারাভিযানে ট্রাম্প শিবিরে বাণিজ্য বিষয় একটি প্রধান প্রচার ইস্যু ছিল চীন ও মেক্সিকোর মতো দেশগুলোর সঙ্গে হওয়া চুক্তিগুলোর সমালোচনা। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ‘এক চীননীতি’ থেকে বেরিয়া আসার ঘোষণা দিয়েছে, যা বেইজিং কঠোর ভাষায় সমালোচনা করেছে।
সান ফ্রান্সিসকো ক্রনিকলে সাম্প্রতিক প্রকাশিত এক প্রবন্ধে নাভারো বলেন, তিনি তার প্রথম বই প্রকাশের পর ট্রাম্পের মুখোমুখি হয়েছিল। তার প্রচারাভিযানে দীর্ঘ সহযোগিতার পর একজন জ্যেষ্ঠ নীতিনির্ধারণী উপদেষ্টা হলেন তিনি।