প্রিন্ট করুন প্রিন্ট করুন

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং মারা গেছেন

শেয়ার বিজ ডেস্ক : চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা ১২টা ১৩ মিনিটে সাংহাই শহরে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর: বিবিসি।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বহুল আলোচিত তিয়ানআনমেন স্কয়ার বিক্ষোভের পর চীনের ক্ষমতায় বসেন জিয়াং। ১৯৮৯ সালে তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভ হয়। এ আন্দোলনের পর এক বার্তায় তিনি দেশবাসীকে জানান, দেশের বৃহত্তর স্বার্থে এ ধরনের বিক্ষোভ আর সহ্য করা হবে না।

তিয়ানআনমেন ঘটনার পর গত সপ্তারেহ সবচেয়ে বড় আন্দোলন হয়েছে চীনে। ঠিক এমন সময় তার মৃত্যু হলো। এই প্রবীণ রাজনীতিক লিউকেমিয়াসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। তাকে দীর্ঘদিনের পরীক্ষিত একজন কমিউনিস্ট যোদ্ধা হিসেবে উল্লেখ করেছে দলটি।

চীনের পার্লামেন্ট, মন্ত্রিপরিষদ বিভাগ ও সামরিক বাহিনীর তরফে জিয়াংয়ের মৃত্যুতে সমবেদনা জানানো হয়েছে।
তার প্রতি সম্মান জানিয়ে কমিউনিস্ট পার্টির প্রধান অফিস, বিভিন্ন সরকারি ভবন, বিশ্বজুড়ে চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলোয় দেশটির পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

এক দশকের বেশি সময় চীনের প্রেসিডেন্ট ছিলেন তিনি। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে তার অবদান অনস্বীকার্য। তার নেতৃত্বগুণে পশ্চিমা দেশগুলোর শক্ত প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয় দেশটি এবং বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়। তার আমলে উল্লেখযোগ্য দুটি ঘটনার একটি বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চীনের সদস্যপদ। অপরটি হলো ব্রিটিশদের কাছ থেকে হংকং বুঝে নেয়া।

চীনের পূর্ব উপকূলীয় প্রদেশ জিয়াংসুর ইয়াংঝো শহরে ১৯২৬ সালের ১৭ আগস্ট জš§গ্রহণ করেন জিয়াং জেমিন। তিনি চীনে জাপানের দখলদারিত্বের সময় বেড়ে ওঠেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে ২১ বছর বয়সে তিনি চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।