শেয়ার বিজ ডেস্ক : চীনের ঝেংঝো শহরে একটি আইফোন কারখানায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। কারখানার কয়েকশ কর্মীকে বিক্ষোভ করতে এবং কয়েকজনকে হ্যাজম্যাট স্যুট পরিহিত ব্যক্তি ও দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। খবর: বিবিসি।
বিশ্বে আইফোন তৈরির সবচেয়ে বড় কারখানা এটি। পুলিশ কারখানাটির কর্মীদের ব্যাপক মারধর করেছে। গত মাসে কভিড সংক্রমণ বাড়তে থাকায় ফক্সকন কোম্পানি ওই কারখানা প্রাঙ্গণ অবরুদ্ধ করে রাখে। এ কারণে কিছু কর্মী সেখান থেকে পালিয়ে যায়। প্রসঙ্গত, অ্যাপলের প্রধান সাবকন্ট্রাক্টর কোম্পানি এ ফক্সকন।
কভিড নিয়ন্ত্রণের জন্য কোম্পানিটি ওই কারখানায় ‘ক্লোজড লুপ’ ব্যবস্থা চালু করে, যাতে তাদের কর্মীদের ঝেংঝোর অন্য অংশ থেকে আলাদা রাখা যায়। চলতি মাসের শুরুতে অ্যাপল বলেছে, ঝেংঝোয় উৎপাদন বিঘœ হওয়ায় আইফোন ১৪ মডেলের চালান কমবে। ফক্সকন পরে বোনাসের প্রতিশ্রুতি দিয়ে নতুন কর্মী নিয়োগ দেয়।
বিবিসির কাছে আসা এক ভিডিও ফুটেজে কারাখানার কর্মীদের ‘আমাদের অধিকার নিশ্চিত কর’ সেøাগান দিতে এবং কিছু কর্মীকে লাঠি দিয়ে সিসি ক্যামেরা ও জানালা ভাঙতে দেখা গেছে। পুলিশের মারধরে এক ব্যক্তি ‘গুরুতর আহত হয়েছেন এবং সম্ভবত মারা গেছেন’ বলে দাবি শ্রমিকদের।
কর্মীদের খাবার নিয়েও অভিযোগ করতে দেখা গেছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী বোনাস পাননি বলে অনেকে অভিযোগ করেছেন।
সম্প্রতি ঝেংঝোর ওই কারখানায় কাজ শুরু করা এক কর্মী জানিয়েছেন, ফক্সকন তাদের ‘প্রতিশ্রুত চুক্তিপত্র বদলে ফেলায়’ কর্মীরা বিক্ষোভ করছে। নতুন কাজে যোগ দেয়া কর্মীদের অনেকে আগের প্রাদুর্ভাবের সময় কারখানাটিতে থাকা কর্মীদের কাছ থেকে সংক্রমিত হওয়ার শঙ্কায় রয়েছেন।
গত অক্টোবরের শেষদিকে কভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় কারখানাটির অনেক কর্মী পালিয়ে বাড়িতে চলে যান। সেসময় কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ ওঠে।
এ ভিডিও ও বিক্ষোভের ব্যাপারে ফক্সকন কোনো মন্তব্য করেনি। ঝেংঝোর কারখানায় যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে যে পরিমাণ আইফোন উৎপাদন করা হয়, বিশ্বের আর কোথাও ততটা হয় না।