Print Date & Time : 29 September 2020 Tuesday 6:36 am

চীনে গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত ১২

প্রকাশ: July 20, 2019 সময়- 10:30 pm

 

শেয়ার বিজ ডেস্ক: চীনে একটি গ্যাস প্লান্টে বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ১৭ জন আহত ও পাঁচজন নিখোঁজ রয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। গতকাল শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার বিকালে দেশটির হেনান প্রদেশের ইয়িমা শহরের ওই গ্যাস প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন নিহত ও ১৯ জন আহত হন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।
বিস্ফোরণের ধাক্কায় গ্যাস প্লান্টের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত অনেক বাড়িঘরের জানালা ও দরজা ভেঙে পড়ে। গ্যাস প্লান্টের পাশের একটি ইলেকট্রিক পোল রাস্তায় চলন্ত গাড়ির ওপর পড়লে কয়েকজন আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।