শেয়ার বিজ ডেস্ক: নিজ দেশ চীনে ফিরেছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। এক বছরের বেশি সময় পর তাকে চীনের মূল ভূখণ্ডে দেখা গেল। খবর: সাউথ চায়না মর্নিং পোস্ট।
গতকাল সোমবার ধনকুবের জ্যাক মা চীনের দক্ষিণাঞ্চলের হাংঝোউ শহরে উনগু স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাব্যবস্থা ও চ্যাটজিপিটির প্রযুক্তি নিয়ে কথা বলেন।
এরপর অনলাইন ও গণমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়ে। এর মধ্য দিয়ে তার চীনে ফেরার খবর জানা যায়।
২০১৭ সালে আলিবাবার অর্থায়নে উনগু স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।
জানা যায়, হংকংয়ে যাত্রাবিরতি শেষে চীনের মূল ভূখণ্ডে ফিরেছেন জ্যাক মা। হংকংয়ে তিনি বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চিত্রকর্মের একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন।
আলিবাবা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে অবসর নিয়েছেন জ্যাক মা। ২০১৯ সালে নিজের ৫৫তম জš§দিনে তিনি এ পদ ছাড়েন। এর পর থেকে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ শুরু করেন। কৃষিপ্রযুক্তি নিয়ে জ্ঞান অর্জন করা তার এ বিদেশ ভ্রমণের উদ্দেশ্য।
মাঝে দীর্ঘদিন নিরুদ্দেশ ছিলেন জ্যাক মা। তার অবস্থান শনাক্ত করা যায়নি। এ নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা শুরু হয়েছিল।
২০২২ সালের নভেম্বরে খবর প্রকাশিত হয়, জ্যাক মা জাপানের টোকিওতে রয়েছেন। ছয় মাস ধরে তিনি টোকিওতে বসবাস করছিলেন। বেইজিং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পরপর জ্যাক মা টোকিওতে আত্মগোপনে চলে যান।
এছাড়া জ্যাক মা প্রায়ই যুক্তরাষ্ট্র ও ইসরাইলে সফর করেছেন। জ্যাক মার অবস্থান সম্পর্কে জানেন, এমন ব্যক্তিরা গণমাধ্যমে এসব তথ্য জানান।
জ্যাক মা চীনের প্রযুক্তি খাতে সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তা ছিলেন। চীনের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি। কিন্তু চীন সরকারের আর্থিক খাত নিয়ে সমালোচনা শুরু করার পর তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় বেইজিং। বাড়াতে থাকে নজরদারি।
এ পরিস্থিতিতে দৃশ্যপট থেকে আড়ালে যেতে থাকেন জ্যাক মা।