প্রতিনিধি,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রাতা ছিল ৮৫ শতাংশ । গতকাল সোমবার জেলার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রাতা ছিল ৮৪ শতাংশ । জেলার প্রচন্ড এই শীতে যেন সব এলোমেলো হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষ শীতের কারনে নিয়মিত কাজ পাচ্ছে না ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান,মঙ্গলবার জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৯ ডিগ্রি সেলসিয়াস । তিনি আরো জানান ,সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা উপর দিয়ে শৈত প্রবাহ বয়ে যাচ্ছে।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে,প্রতিদিনই ঠান্ডা জনিত কারনে ডায়রিয়া ও নিউমনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এরই মধ্যে প্রচন্ড শীতে শিশু ও বৃদ্ধসহ এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।