প্রিন্ট করুন প্রিন্ট করুন

চুয়াডাঙ্গায় কৃষি মেলার উদ্বোধন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে  জেলা প্রশাসক আমিনুল ইসলাম  খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলু এমপি।

চুয়াডাঙ্গা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিন বিনতে আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান  আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃষিমেলার ২০টি স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ২০২২-২৩ আউশ ধান প্রণোদনার ছয় হাজার ৫৫০ কৃষকের মধ্যে প্রত্যেককে ৩৭ লাখ ৪৯ হাজার ৮৭৫ টাকা মূল্যমানের পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং একই অর্থবছরের পাট প্রণোদনার এক হাজার ৩৪০ কৃষকের মধ্যে প্রত্যেককে দুই লাখ ৭১ হাজার ৩৫০ টাকা মূল্যমানের এক কেজি করে পাটবীজ বিনা মূল্যে বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক রাসেল।