প্রতিনিধি, চুয়াডাঙ্গা : টানা তিন দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলার সর্বত্র মাঝারি শৈত্য প্রবাহের সঙ্গে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। আজ রবিবার (৮ জানুয়ারী) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এর আগে গত শুক্রবার (৭ জানুয়ারী) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও শনিবার (৬ জানুয়ারী) ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেনীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসের ইনচার্জ রকিবুল হাসান , এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। সেই সাথে মাঝারি শৈত প্রবাহ বয়ে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায় ,মজুররা কাজ পাচ্ছেনা। দীর্ঘ শীতে কস্টে আছে এ জেলার মানুষ।
চুয়াডাঙ্গা হাটখোলা গ্রামের কৃষক দলিল উদ্দীন বলেন, তীব্র শীত পড়লেও বীজ তলায় কোন ক্ষতি হবে না । কারন বীজ তলায় ধানের চারা ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। তবে কোন চাষী অগ্রিম ধান রোপণ করলে কিছুটা ক্ষতি হতে পারে।