প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় তুলা তৈরির ফ্যাক্টারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে মেসার্স সুজন ট্রেডার্স এর তুলা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক কোটি টাকার তুলা ও মেশিনারিজ ক্ষতিগ্রস্থ হয়।
সুজন ট্রেডার্সের মালিক আরিফুল ইসলাম সুজন জানায়, সকাল থেকে টুকরা কাপড় (ঝুট) দিয়ে কারখানার শ্রমিকরা তুলা তৈরি করছিল। বেলা ১২ টার দিকে লোহার টুকরা মেশিনের মধ্যে পড়ে স্পার্ক সৃষ্টি হয়। এতে পাশে থাকা তৈরি তুলায় আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে কারখানাসহ দুইটি গোডাউনে। এসময় ফায়ার সার্ভিসের চারটি টিম দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে মেশিনসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি মেশিনের ভিতর লোহার টুকরার স্পার্ক থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি ব্যাপকভাবে জানা যাবে তদন্ত করার পর।