প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে বাসের ধাক্কায় নসিমন চালক জিন্নাত (৪৮) নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর প্রায় ৩টার দিকে ঐ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিন্নাত একই উপজেলার নানবার গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সেবা বাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দীন জানান, নসিমন চালক হাটবোয়ালিয়া বাজারের দিকে নসিমন চালিয়ে যাচ্ছিল। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা থেকে একটি বাস আব্দুর রহমানের বাড়ির সন্নিকটে পিছন থেকে নসিমনকে ধাক্কা দেয়। এঘটনায় ঘটনাস্থলে নসিমন চালক নিহত হয় । বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায় ।
আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, লাশ গ্রামবাসীরা নিয়ে যায়। নিহতের পরিবার থানায় অভিযোগ করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া বলে তিনি জানান।