প্রিন্ট করুন প্রিন্ট করুন

চুয়াডাঙ্গায় রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক কর্মশালা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর জব্বার সোনা, এম জেনারেল, আবুল হাসনাত প্রমুখ। কর্মশালায় জেলা , উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গসংগঠনের ৫ জন করে নেতারা অংশ নেয়।

প্রধান অতিথি সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক সরকারের উদ্দেশ্যে বলেন, বিএনপিকে মামলা হামলার ভয় দেখিয়ে লাভ নেই। ১৬ বছর ধরে আমরা মামলা মোকাবেলা করছি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না।