Print Date & Time : 11 May 2021 Tuesday 1:38 pm

চুয়েটে পুরকৌশলবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন

প্রকাশ: March 7, 2021 সময়- 12:01 am

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল পুরকৌশল অনুষদের আয়োজনে তিন দিনব্যাপী টেকসই উন্নয়নে পুরকৌশল খাতের অগ্রগতিবিষয়ক পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সম্মেলনের কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহ্মুদ ওমর ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলম। বিজ্ঞপ্তি