নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এপেক্স স্পিনিং: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৬৫ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৭৩ পয়সা।
এপেক্স ফুডস: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা, আগের বছর একই সময়ে যা ছিল ৬৭ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২৯ টাকা ৬৯ পয়সা।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা (লোকসান), আগের বছর একই সময়ে যা ছিল ৯ টাকা ২৮ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১৮ টাকা ০৬ পয়সা।
রবি আজিয়াটা: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১৭ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ১১ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৩২ পয়সা।
এক্সিম ব্যাংক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৩২ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৮ পয়সা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৩৮ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা।