প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত আশরাফুল হক (২২) শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে বৃহস্পতিবার বিকালে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) নিহত হন। মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা নরসিংদী শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এতে অন্তত ৫০টি মোটরসাইকেলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণের পর জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের দিকে যাচ্ছিল শোভাযাত্রাটি। এ সময় হঠাৎ মিছিলে গুলি ছুড়ে দুর্বৃৃত্তরা।
এ সময় গুলিবিদ্ধ সাদেকুর রহমান ও আশরাফুল হককে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢামেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন। অপর আহত আশরাফুল হক শুক্রবার সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত সাদেকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী শহরের হাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলা উদ্দিনের ছেলে এবং আশরাফুল হক জেলা ছাত্রদলের কর্মী ও নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার নাজমুল হকের ছেলে।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকায় হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে সাদেকুর রহমানের সমর্থকরা।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা ও সদ্য বহিষ্কৃত ছাত্রদলের সহ-সভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের নির্দেশে আমাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা ও গুলির ঘটনা ঘটেছে। আমরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন জানান, ‘জেলা ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পর থেকে পুলিশের আশ্রয়-প্রশ্রয়ে তারা আমাদের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে। এখন তারা নিজেরা নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে বলছে।’
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়ার সঙ্গে বারবার মোবাইল ফোন যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যায় সাড়ে ৬টা) মামলা হয়নি। নিহত আশরাফুল হকের লাশ এখন নরসিংদীতে পৌঁছাইনি বলে জানান তার পরিবারের সদস্যরা।