প্রিন্ট করুন প্রিন্ট করুন

ছুটির দিনে পাঁচ স্থানে বসবে ‘হলিডে মার্কেট’ কর্মদিবসে ফুটপাত ও সড়কে বসতে পারবেন না হকাররা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ফের চালু হয়েছে ‘হলিডে মার্কেট’। সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবারসহ অন্যান্য সরকারি ছুটিগুলোয় রাজধানীর নির্ধারিত পাঁচটি স্থানে এই মার্কেট বসানো যাবে। গত শুক্রবার থেকে মার্কেট বসানোর সিদ্ধান্ত চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অপরদিকে সাপ্তাহিক কর্মদিবসগুলোয় ফুটপাত ও সড়কে হকাররা বসতে পারবেন না এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। হকাররা সাময়িকভাবে কর্মদিবস শেষে সন্ধ্যা সাড়ে ৬টার পর এসব এলাকায় ব্যবসা পরিচালনা করতে পারবেন। তা অমান্য করলে হকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ডিএসসিসির এমন বাধ্যবাধকতা মানতে নারাজ হকাররা। মেয়র সাঈদ খোকনের হকার উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে গতকাল শনিবার উল্টো আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

গতকাল জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠন সভাপতি আবুল হাসান কবির বলেন, ‘হকারদের বিভিন্ন সমিতি বা সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে হকারদের সমস্যা সমাধান করতে হবে। সমস্যা সমাধানে ব্যর্থ হলে সন্ধ্যা ৬টা থেকে হকাররা আবার ব্যবসা শুরু করবেন।’

হকারদের জন্য হলিডে মার্কেটের পাঁচটি নির্ধারিত স্থান হচ্ছেÑমতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ফুটপাতের উভয় পাশে আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনি মার্কেট পর্যন্ত, বায়তুল মোকাররম লিংক রোডে মার্কেটের উত্তর অংশ থেকে দক্ষিণের জিপিও গেট পর্যন্ত, দিলকুশা বাণিজ্যিক এলাকার সাধারণ বীমা কারপার্কিং থেকে ইউনূস সেন্টার পর্যন্ত, নবাবপুর রোডের কাপ্তানবাজার মোড় থেকে রায়সাহেব বাজার মোড় এবং সেগুনবাগিচা এলাকার কার্পেট গলি থেকে রাজস্ব ভবন রোড পর্যন্ত রাস্তার পশ্চিমাংশ। তবে এসব মার্কেট সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এবং নির্ধারিত সময়ের পর দোকানিদের নিজ দায়িত্বে তাদের মালামাল সরিয়ে নেবেন।

সিটি করপোরেশন সূত্র বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশেই ডিএসসিসি এ সিদ্ধান্ত নিয়েছে। চিঠিতে নগরবাসীর জন্য সুবিধাজনক স্থান বেছে নিতে বলা হয়েছে। মূলত হকারদের ব্যবসাকে সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে ফেরাতে এসব মার্কেট পুনরায় চালুর ব্যবস্থা নিয়েছে সরকার। এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের আমলে হলিডে মার্কেট চালু ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি পাওয়ার পর স্থান নির্ধারণে জরিপ করে সিটি করপোরেশনের সম্পত্তি শাখা। তারা প্রাথমিক অবস্থায় ১৬টির মতো স্থান নির্ধারণ করে। এর মধ্যে এ পাঁচটি স্থান চূড়ান্ত করা হয়েছে।

অপরদিকে রাজধানীতে আজ রোববার থেকে সাপ্তাহিক কর্মদিবসে গুলিস্তান, পল্টন, মতিঝিল এবং আশপাশের এলাকার ফুটপাত ও সড়কে হকাররা বসবেন না। তারা কর্মদিবস শেষে সন্ধ্যা সাড়ে ৬টার পর এসব এলাকায় ব্যবসা পরিচালনা করতে পারবেন। গত বুধবার ডিএসসিসির নগর ভবনে এ ‘হকার্স পুনর্বাসন ও হলিডে মার্কেট চালু’বিষয়ক সভার এমন ঘোষণা দেয় ডিএসসিসি। সে সময় মেয়র সাঈদ খোকন বলেন, ‘রাস্তা ও ফুটপাতে পথচারী চলাচল নির্বিঘ করতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। শহরের সব সড়ক ও ফুটপাত পর্যায়ক্রমে হকারমুক্ত করা হবে। রোববার (আজ) থেকে গুলিস্তান, মতিঝিল, পল্টন, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম এলাকায় ফুটপাত ও সড়কে সন্ধ্যা সাড়ে ৬টার আগে কেউ পণ্য নিয়ে বসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের জানুয়ারিতে হকার পুনর্বাসনের অংশ হিসেবে হলিডে মার্কেট চালু করে ঢাকা সিটি করপোরেশন। তখন পাঁচটি নির্দিষ্ট স্থানে ছুটির দিনে হকারদের বসার ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু সে সরকারের শেষদিকে হলিডে মার্কেটের নিয়ম-কানুন অনেকটা ভেঙে পড়ে। এরপর থেকে আস্তে আস্তে হকাররা পুরো নগরীর ফুটপাত দখল করে ব্যবসা শুরু করতে থাকেন।