প্রিন্ট করুন প্রিন্ট করুন

জবি’র ‘ল্যান্ড ল’ ক্লাবের নতুন কমিটি গঠন

প্রতিনিধি, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ল্যান্ড ল’ ক্লাবের ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আরিফুর রহমান শামীম, সাধারণ সম্পাদক-১ পদে রাহাত আমিন শাওন ও সাধারণ সম্পাদক-২ পদে সুয়েনা আক্তার মনোনীত হয়েছেন।

সোমবার, ক্লাবের পরিচালক, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রাফিয়া খাতুন কর্তৃক অনুমোদিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে সজিব আলীকে সহ-সভাপতি এবং আসাদুল ইসলাম ও তন্বী সাহাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।

এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে আব্দুল আলিম আরিফ; কমিউনিকেশন মেম্বার হিসেবে অন্তর হোসেন ও তাহসিনা নাইমা খান, মিডিয়া মেম্বার হিসেবে সাদ ইবনে শরীফ প্রধান, কাজী নূর-ই-জান্নাত ও সোহানুর রহমান সানী এবং প্রোগ্রাম মেম্বার হিসেবে মাশরাফ জাহান শাইক, তনিমা আফরিন ও সামী সাদমান সাকিব মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের অধীনে শিক্ষার্থীদের মাঝে ভূমি আইনের বিভিন্ন দিক সহ আইনের অন্যান্য বিষয় ও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তুলতে ক্লাবটি গঠন করা হয়।