প্রিন্ট করুন প্রিন্ট করুন

জবির সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহবায়ক ড. নূর মোহাম্মদ

প্রতিনিধি, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ। মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর পূর্বে গত ১৫ নভেম্বর রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন-এর আবেদনের প্রেক্ষিতে তাঁকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহবায়কের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মাদ-কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে দীর্ঘ ৮ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যাডিং কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন।