প্রিন্ট করুন প্রিন্ট করুন

জবি তে নেই বিশ্বকাপের খেলা দেখার ব্যবস্থা, ক্ষোভ শিক্ষার্থীদের

প্রতিনিধি, জবি : বিশ্বকাপ উপলক্ষে ফুটবল উন্মাদনায় রঙ্গিন পুরো বিশ্ব। ফুটবল কে কেন্দ্র করে শহর কিংবা গ্রাম সর্বত্র একটা আলদা রূপ নিয়েছে। আলাদা রূপ নিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলো। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং আবাসিক হল গুলোতে খেলা দেখানোর ব্যাবস্থাও করা হয়েছে। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দেখা যায় নি প্রশাসনের কোন আয়োজন । আর খেলা দেখানোর ব্যাবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী এস.এম. জুলকার বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে থাকার সুযোগ পাই না। আমরা বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন মেসে থাকি। যেখানে কোন টিভির ব্যবস্থা থাকে না। আর ফুটবল বিশ্বকাপ মানে আলাদা একটা উত্তেজনা। আমরা সবাই মিলে ক্যাম্পাসে খেলা উপভোগ করতে চাই।প্রশাসনের উচিৎ এর ব্যাবস্থা করে দেওয়া।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান প্রামাণিক বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখানোর মতো আয়োজন নেই। এইটা খুবই হতাশাজনক। আমাদের দাবি দ্রুত একটা ব্যাবস্থা গ্রহণ করা হোক।

অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় খেলা দেখানোর আয়োজন নেই এইটা ভাবতেও অবাক লাগে। এখনো যেহেতু সময় আছে তাই আমি মনে করি প্রশাসনের উচিৎ খেলা দেখানোর জন্য ব্যাবস্থা গ্রহন করা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, স্পনসর ছাড়া খেলা দেখানো সম্ভব নয়। কেউ যদি স্পনসর নিয়ে আসে তাহলে রাত ১২ টার আগে যেসব খেলা আছে সেগুলো দেখানোর অনুমতি দেওয়া হবে।