প্রিন্ট করুন প্রিন্ট করুন

জমির নকল তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৫

প্রতিনিধি, সিরাজগঞ্জ : জমির দলিলের নকল তোলা নিয়ে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউপিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন ২৫ জন। তবে এ ঘটনায় কেও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বিষয় টি নিশ্চিত করে জানান, ভূমি অফিস থেকে দলিল তোলা নিয়ে আলম হোসেন নামে এক দলিল লেখকের সঙ্গে রুবেল নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে উভয়ের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আরিফ নামে এক যুবক তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছোড়েন। এতে ২৫ জন গুলিবিদ্ধ হন।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, এখন পর্যন্ত মোট ২৫ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত আছেন।