নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নিজস্ব করবিহীন জমি পুর্নমূল্যায়ন করেছে। গতকাল রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি পুর্নমূল্যায়নের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে (ডিএসই) এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পুর্নমূল্যায়নের আগে জমির মূল্য ছিল ৩৮ কোটি ৯২ লাখ ৫৮ হাজার টাকা। আর পুর্নমূল্যায়নের পর মূল্য দাঁড়িয়েছে ৫৬ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ পুর্নমূল্যায়নের পর জমির মূল্য বেড়েছে ১৭ কোটি ১৯ লাখ ২২ হাজার টাকা।
সিঙ্গার বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ, গতকালের কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।
৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাববছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে।
সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে সাত টাকা ১২ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ২৫ টাকা ৩৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১১ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ, ২০১৭।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৩ সার্েল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।