Print Date & Time : 26 May 2020 Tuesday 12:13 pm

জয়পুরহাটে মাস্ক ও লিফলেট বিতরণ

প্রকাশ: মার্চ ২৩, ২০২০ সময়- ১০:৫৪ পিএম

প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান কবীর।

গতকাল সকালে আক্কেলপুর উপজেলার বিভিন্ন সড়কে ব্যবসায়ী, দিনমজুর, গাড়ির ড্রাইভারসহ পথচারীদের মাস্ক ও হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দিয়ে আহসান কবীর বলেন, ‘মানুষ মানুষের জন্য। বিশ্বব্যপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা দ্রুতই করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাব।’