প্রিন্ট করুন প্রিন্ট করুন

জলবায়ু বিনিয়োগে বিলিয়ন ডলার বাঁচবে বাংলাদেশের

স্ট্যান্ডার্ড চার্টার্ডের গবেষণা

নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন একটি গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব মোকাবিলার অন্যতম প্রয়োজন সময়োপযোগী বিনিয়োগ। এতে যেমন বিলিয়ন ডলার ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে, একই সঙ্গে আগামী দশকে বাংলাদেশের জিডিপি’তে যে প্রভাব পড়তে পারে, তা প্রতিরোধ করা যাবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের গবেষণা প্রতিবেদন দ্য অ্যাডাপ্টেশন ইকোনমি বা অভিযোজন অর্থনীতি বাংলাদেশ, ভারত, চীন ও পাকিস্তানসহ ১০টি দেশে জলবায়ু অভিযোজন বিনিয়োগের প্রয়োজনীয়তা জরিপ করে জানায়, ২০৩০ সালের মধ্যে অভিযোজনে ন্যূনতম ১ দশমিক ২ বিলিয়ন (১০২ কোটি) ডলার বিনিয়োগ না করলে বাংলাদেশ ঝুঁকির সম্মুখীন হতে পারে। এছাড়া জিডিপিতে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে, যা ওই পরিমাণের প্রায় ১০ গুণ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্র্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস চৌধুরী বলেন, বাংলাদেশের মতো দেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ দশকে আমরা অভিযোজনে বিনিয়োগে যদি ব্যর্থ হই, তবে তা বিভিন্ন সুযোগ হারানোর ঝুঁকি বৃদ্ধি করবে। আমাদের কাজ শুরু করার এখনই উপযুক্ত সময়, আর এ প্রতিবেদনটি সেটিই প্রমাণ করে।