শেয়ার বিজ ডেস্ক: জাপানে মাছের খামারে ভাইরাসঘটিত রোগের প্রাদুর্ভাবের কারণে ২০০৩ সালে দেশটি থেকে মাছের পোনা আমদানি বন্ধ করে দেয় চীন। সম্প্রতি এ আমদানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। খবর চায়না ডেইলি।
১৩ বছর পর গত শুক্রবার চীন ২০টি জাপানি কই আমদানি করেছে। সাংহাই বিমানবন্দরের এন্ট্রি-এক্সিট ইনস্পেকশন অ্যান্ড কোয়ারিটাইম ব্যুরো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কার্পগুলোকে পরীক্ষা শেষে, পর্যবেক্ষণের জন্য আরও ৩০ দিন এগুলো আলাদা রাখা হবে।
২০০৩ সালে ভাইরালি সংক্রমক রোগে জাপানে বহু মাছ খামার ধ্বংস হয়ে গেছে। ওই সময়ে দেশটি থেকে অ্যাকোয়ারিয়াম কার্প আমদানি বন্ধ করে দেয় চীন।
গত বছর চীনের অ্যাকোয়ারিয়াম কার্প বাজারে প্রায় এক দশমিক ৪৪ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। জাপান থেকে কার্প আমদানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় চীনের মাছ চাষিদের জন্য ইতিবাচক বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।