নিজস্ব প্রতিবেদক : গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞায় হাইকোর্টের জারি করা স্থগিতাদেশ আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার (৩০ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার (২৯ নভেম্বর) জি এম কাদের দায়িত্ব পালনের ওপর নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন হাইকোর্ট।
প্রসঙ্গত, জালিয়াতির মাধ্যমে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করার অভিযোগ এনে জি এম কাদেরের বিরুদ্ধে গত ৪ অক্টোবর জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা মামলা করেন।
এরপর গত ৩১ অক্টোবর জি এম কাদেরের যাবতীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত