প্রিন্ট করুন প্রিন্ট করুন

জাবিতে ‘ইন্টারন্যাশনাল সেমিনার অন বায়োটেকনোলজি’ অনুষ্ঠিত

প্রতিনিধি, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল সেমিনার অন বায়োটেকনোলজি ২০২২’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগীয় অধ্যাপক ড. মো. শরীফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আক্তার ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার প্রমুখ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বাংলাদেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রসার হয়েছে। এটিকে ভালো জায়গায় নিয়ে যেতে এর সাথে যুক্ত ব্যক্তিরা অনেক চেষ্টা করে যাচ্ছেন। আমি আশা করি এটি নিয়ে অনেক ভালো গবেষণা হবে। আপনাদের যুদ্ধযাত্রা সফল হবে।

সেমিনারে কৃষি, খাদ্য, চিকিৎসা, মেডিসিন, পরিবহন, শক্তি, ইলেকট্রনিক সহ বিভিন্ন ক্ষেত্রে বায়োটেকনোলজি ও ন্যানোটেকনোলজির কার্যক্রম, অবদান এবং সম্পর্ক তুলে ধরা হয়। এছাড়া করোনা টিকা আবিষ্কারে ন্যানোটেকনোলজির ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান করেন সেন্টার ফর ন্যানোটেকনোলজি, ইউএসএ-র ফাউন্ডিং ডাইরেক্টর অধ্যাপক ড. জামাল উদ্দিন।