প্রতিনিধি, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে দ্য বাংলাদেশ পোস্ট এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিব সোহেল নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার দুপুর একটায় নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে সহকারী নির্বাচন কমিশনার সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো. শিবলী নোমান ও সহকারী নির্বাচন কমিশনার (সচিব) জাবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মোসাদ্দেকুর রহমান (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক নোমান বিন হারুন (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ (দ্য বাংলাদেশ টুডে), দপ্তর সম্পাদক ওয়াজহাতুল ইসলাম (বাংলা ট্রিবিউন), গ্রন্থাগার সম্পাদক তানভীর ইবনে মোবারক (দৈনিক আমার সংবাদ) এবং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন রাহাত চৌধুরী (দৈনিক আজকালের খবর) ও মো. সৌরভ (দৈনিক আমার বার্তা)।
এর আগে, উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন পর্যবেক্ষণ করেন।
নির্বাচন পর্যবেক্ষণকালে জাবি উপাচার্য বলেন, নির্বাচন যেকোনো সংগঠনের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। জাবি প্রেসক্লাব প্রতি বছর সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এসময় উপাচার্য নতুন নেতৃত্বকে শুভকামনা জানিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে প্রেসক্লাব আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।