শেয়ার বিজ ডেস্ক: জামাতা জ্যারেড কুশনারকে হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট টিম সোমবার এ ঘোষণা দিয়েছে। খবর বিবিসি।
৩৫ বছর বয়সী কুশনার ট্রাম্পের জ্যেষ্ঠ কন্যা ইভাঙ্কার স্বামী। ২০০৯ সালে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন। কুশনার নিউইয়র্ক অবজারভার পত্রিকার প্রকাশক এবং শ্বশুর ট্রাম্পের মতো একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। ১৯৬৭ সালে মার্কিন কংগ্রেস প্রণীত আইন অনুযায়ী, আত্মীয়-স্বজনকে নিজের অধীনে কাজকর্মে নিয়োগে নিষিদ্ধ করা হয়েছে। ‘অ্যান্টি নেপটিজম’ নামে পরিচিত এ আইনের ব্যাখ্যা নিয়ে বহু মত রয়েছে। এর আগেও হোয়াইট হাউজে প্রেসিডেন্টের আত্মীয়-স্বজনদের কাজ করার নজির রয়েছে। সবশেষ ১৯৯৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার স্ত্রী হিলারি ক্লিনটনকে স্বাস্থ্যসেবা সংস্কার টাস্কফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। প্রায় দুই যুগ পর ট্রাম্প ও তার জামাতা কুশনারকে নিয়ে একই ধরনের বিতর্ক শুরু হয়েছে।