প্রতিনিধি, গাজীপুর: ২০২১ সালে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা ও সততার স্বীকৃতিস্বরূপ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) পদক অর্জন করেন। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশলাইনসে অনুষ্ঠিত ‘পুলিশ সপ্তাহ-২০২১’-এর প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাকে এ পদক পরিয়ে দেন।
খন্দকার লুৎফুল কবির বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস ১৫তম ব্যাচ) পরীক্ষার মাধ্যমে ১৯৯৫ সালে পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর জিএমপির কমিশনার হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি ২০১৯ সালের ১১ এপ্রিল থেকে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ সদর এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার ডিএসবিতে দায়িত্ব পালন করেন।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদক এবং আইজিপি এক্সপ্লোরারি গুড সার্ভিস (আইজিপি ব্যাজ) পদকে ভূষিত হয়েছেন। তিনি ১৯৬৯ সালে নরসিংদী পৌরসভার কান্দাপাড়া গ্রামে জš§গ্রহণ করেন।