নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত চট্টগ্রামের কুমিরায় নতুন প্লান্ট সম্প্রসারণের কাজ শুরু করেছে। ২০১৮ সালের শুরুর দিকে এ প্লান্টের কাজ শেষ হবে। একই বছরের মাঝামাঝি এটি উৎপাদনে যেতে পারবে।
গত শনিবার কুমিরায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় আয়োজিত পুলিশের ব্যবহারের জন্য একটি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। আধুনিক ও উন্নতমানের ইস্পাত তৈরির লক্ষ্যে ব্যবসার এ সম্প্রসারণ করছে কোম্পানিটি।
জাহাঙ্গীর আলম বলেন, জিপিএইচ নতুন প্লান্ট প্রতিষ্ঠায় আমরা এশিয়ায় প্রথম এবং বিশ্বে মেক্সিকো ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে এই প্রযুক্তি ব্যবহার করছি। সবকিছু ঠিক থাকলে প্লান্টটি ২০১৮ সালের মাঝামাঝিতে উৎপাদনে যেতে পারবে। এটি বাস্তবায়নে ইতোমধ্যে অস্ট্রিয়ার জিএমবিএইচ কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে বলে জানান তিনি।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, নতুন প্লান্টের ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের জন্য ভারতের এমএন দস্তুর লিমিটেড এবং অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন উৎপাদনের জন্য চীনের সিচুয়ান এয়ার সেপারেশন প্লান্টের সঙ্গে চুক্তি হয়েছে। সর্বশেষ অত্যাধুনিক ২৩০/৩৩/৬৬ কেভি পাওয়ার সাব-স্টেশন নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের ফলে সংশ্লিষ্ট খাতে পরিবেশ দূষণের মাত্রা কম হওয়ার পাশাপাশি ৫০ শতাংশ বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয় হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, ‘পুলিশের নিয়মিত কাজে গাড়ির খুব প্রয়োজন কিন্তু আমাদের নানা স্বল্পতার কারণে সেটা দিতে পারি না। জিপিএইচ ইস্পাত পুলিশের ব্যবহারের জন্য একটি গাড়ি দিয়েছে; যা আমাদের অনেক কাজে আসবে। জিপিএইচ ইস্পাতের মতো বাংলাদেশে অনেক শিল্পপ্রতিষ্ঠান আছে, যারা পুলিশ বাহিনীর কাজে এমন সহায়তা করলে দেশের নিরাপত্তা জোরদারে আরও জোরালো ভূমিকা নিতে পারবে বাংলাদেশ পুলিশ।’ অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে বিশাল এ জনসংখ্যার দেশে অপ্রতুল লোকবল ও সরঞ্জাম নিয়েই আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সরকার আগের তুলনায় অধিক পরিমাণে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি জ্বালানি সংকট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ করে যাচ্ছে। জিপিএইচ ইস্পাত পুলিশের ব্যবহারের জন্য যে গাড়ি উপহার দিয়েছে, তা ব্যবহার করে পুলিশ আরও দ্রুত সেবা দিতে পারবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মো. আলমগীর কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, চট্টগ্রাম জেলা পুলিশের এসপি নূরে আলম মিনা, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল মামুন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।