প্রিন্ট করুন প্রিন্ট করুন

জুডো ফেডারেশনকে জাপানের উপহার

ক্রীড়া ডেস্ক: অল জাপান জুডো ফেডারেশন ১৪১ পিস জুডো ম্যাটস বাংলাদেশ জুডো ফেডারেশনকে উপহার দিয়েছে। জাপানের ইউসেন কোম্পানি লিমিটেড ও ইয়ামাগুচি জেলার শুনান সিটির সৌজন্যে এই জুডো ম্যাটস বাংলাদেশকে দিয়েছে। পরশু ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে জাপানি দূতাবাস বাংলাদেশ জুডো ফেডারেশনকে এই জুডো ম্যাটস হস্তান্তর করে।

২০২০ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে জাপান ‘স্পোর্টস ফর টুমরো’ প্রোগ্রামের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে নানা ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশকে প্রদান করা এই জুডো ম্যাটস জাপানের সেই অঙ্গীকারেরই অংশ। অনুষ্ঠানে বাংলাদেশে জাপানি দূতাবাসের পক্ষে আশা করা হয়, এই নতুন ম্যাটস বাংলাদেশের জুডো ফেডারেশনের ভবিষ্যৎ খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণে, সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জুডোতে আরও সাফল্য অর্জনে সহায়তা করবে।