নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. খুরশিদ আলম বলেছেন, জুলাই মাসের শেষের দিকে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনা ভাইরাসের টিকা হাতে আসবে। এরপরই তাদের ভ্যাকসিন দেয়া হবে।
মঙ্গলবার (১৯ জুলাই) বুস্টার ডোজ দিবসে ঢাকা মেডিকেল কলেজ টিকাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যের ডিজি বলেন, সাধারণ মানুষের মধ্যে বুস্টার ডোজ নেয়ার আগ্রহ কম। আক্রান্তের তীব্রতা কম হওয়াই এর কারণ বলে জানান তিনি।
ডা. খুরশিদ আলম বলেন, প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা যে নির্দিষ্ট জনগোষ্ঠীকে দেয়া হয়েছে, তাদের সবাইকে বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। ১৭ শতাংশ মানুষকে এখন পর্যন্ত বুস্টার ডোজ দেয়া হয়েছে। দেশের বড় জনগোষ্ঠীকে তৃতীয় ডোজ দিতে পারলে করোনা সংক্রমণের হার অনেকটা কমে যাবে।
স্কুলপড়–য়া শিশুদের ভ্যাকসিন দেয়া বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ভ্যাকসিন চলতি মাসের শেষদিকে হাতে আসবে। এরপর তাদের ভ্যাকসিন দেয়া শুরু হবে। সারা দেশে একযোগে শিশুদের টিকা দেয়া হবে। এ নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে মিটিং হয়েছে।
আজ মঙ্গলবার ৭৫ লাখ ভ্যাকসিন কার্যক্রমের লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনের শেষেই এ বিষয়ে বলা যাবে। তবে আমরা আশাবাদী। তিনি বলেন, আজকে টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ না হলে কাল, পরশুও টিকাদান চলবে।
