Print Date & Time : 2 July 2022 Saturday 11:30 am

জেএমআই হসপিটালের আইপিও ব্যবস্থাপনায় চুক্তি স্বাক্ষর

পুঁজিবাজারে আইপিও ব্যবস্থাপনায় ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম ব্যবহারের লক্ষ্যে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। গত রোববার রাজধানীর ডিএসই কার্যালয়ে এ চুক্তি সই হয়। জেএমআই হসপিটালের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক, ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম এবং সিএসইর ডিজিএম হাসনাইন বারী চুক্তিতে সই করেন। এ সময় জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই হসপিটালের প্রধান অর্থ কর্মকর্তা সুবাস চন্দ্র বণিক এবং কোম্পানি সচিব মো. সফিকুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি