প্রিন্ট করুন প্রিন্ট করুন

জেলায় জেলায় বই উৎসব

 

শেয়ার বিজ ডেস্ক: গতকাল খ্রিষ্টীয় অব্দের প্রথম দিন সারা দেশে বই উৎসব হয়েছে। এদিন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। রাজশাহী, খুলনা, নীলফামারী, মাগুরা, সৈয়দপুর, ময়মনসিংহ ও বগুড়া প্রতিনিধির পাঠানো খবর :

রাজশাহী : রাজশাহী বিভাগে এবার মাধ্যমিকে এক কোটি ৯০ লাখ এবং প্রাথমিকে এক কোটি ১৫ লাখ বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিকে রাজশাহী জেলার ৭৭৯টি স্কুল ও মাদরাসা মিলে বই বিতরণ করা হয়েছে ৪১ লাখ ৭৭ হাজার ৭৭৭ কপি। মাধ্যমিকে শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ দুই হাজার ৫৬০ জন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী জানান, প্রাথমিকে রাজশাহীর বিভাগের ১৪ হাজার ৬৫৯টি স্কুলে বই বিতরণ করা হয়েছে এক কোটি ১৫ লাখ ৩৮ হাজার ২৬১টি। এর মধ্যে জেলার এক হাজার ৮৫০টি স্কুলে বই বিতরণের লক্ষ্যমাত্রা ১৫ লাখ ১৯ হাজার ৭৫৮ কপি। বই বিতরণ করা হয়েছে ১১ লাখ ৯৮ হাজার ১০২টি। জেলায় শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ২২ হাজার ৭৬৩ জন। বাকি বইগুলো বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির পর বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেম। জেলা শিক্ষা অফিসের উদ্যোগে রাজশাহী কলেজিয়েট স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব হয়। এতে প্রধান অতিথি থেকে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

খুলনা : খুলনা বিভাগের পাঠ্যপুস্তক উৎসব খুলনা জিলা স্কুল মাঠে উদ্বোধন করেন মুহাম্মদ মিজানুর রহমান এমপি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, খুলনা অঞ্চলের আয়োজনে বিভাগীয় পর্যায়ে পাঠ্যপুস্তক উৎসব-২০১৭ উদ্যাপন করা হয়। খুলনা অঞ্চলের ১৮ লাখ সাত হাজার ১৬২ জন শিক্ষার্থীদের মধ্যে দুই কোটি ৪২ লাখ ৬২ হাজার ১১৭টি বই বিতরণ করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের খুলনা অঞ্চলের উপপরিচালক টিএম জাকির হোসেনের সভাপতিত্ব করেন।

নীলফামারী ও সৈয়দপুর : জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সাত লাখ তিন হাজার ৩৯৭ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। সকাল ৯টায় জেলা শহরের বালক উচ্চবিদ্যালয়, সকাল ১০টায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং সকাল সাড়ে ১০টায় শহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিককভাবে বই বিতরণের উদ্ধোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। সৈয়দপুরে উপজেলার ২০৩টি স্কুল ও মাদরাসায় ৬৭ হাজার ৬৫০ সেট পাঠ্যবই বিতরণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক জানান, জেলায় দুই হাজার ৫৭৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাহিদা অনুযায়ী ১৭ লাখ ৮৫ হাজার ৮৭৪টি বই বরাদ্দ পেয়ে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, জেলায় মাধ্যমিক, ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসা এবং এসএসসি ভোকেশনাল স্কুলসহ ৪০০টি প্রতিষ্ঠানে দুই লাখ ৪৯ হাজার ৪৭০ জন শিক্ষার্থীদের শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে এবং তা বছরের প্রথম দিন হতে বিতরণ করা হচ্ছে।

মাগুরা :  মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জেলা প্রশাসক মাহবুবর রহমান প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই বিতরণ করেন। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে এ সময় বক্তৃতা করেন জেলা প্রাথমিক  শিক্ষা অফিসার রুহুল আমিন। প্রাথমিক স্তরে জেলায় ৪৯৯টি স্কুলের মধ্যে এক লাখ ২৫ হাজার ৪৬৬টি বই বিতরণ করা হয়। অন্যদিকে মাধ্যমিক স্তরে জেলায় ৯ লাখ ৬৬  হাজার বই বিতরণ করা হয়।

ময়মনসিংহ : জেলার পাঁচ হাজার ৭০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় লাখ ছয় হাজার শিক্ষার্থীর মাঝে ৮৪ লাখ ৭৫ হাজার ৯০০টি বই বিতরণ করা হয়েছে। সকালে জেলা শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বেলুন উড়িয়ে ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। অনুষ্ঠানে জেলা প্রশাসক খলিলুর রহমানের সভাপতিত্ব করেন।

বগুড়া : জেলার সাত লাখ ৩৯ হাজার ৯৬৫ শিক্ষার্থীর হাতে ৬৯ লাখ ৪৮ হাজার ৩৪৩ বই তুলে দেওয়া হয়। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের সূচনা করা হয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন প্রধান অতিথি থেকে বই বিতরণের উদ্বোধন করেন।