প্রিন্ট করুন প্রিন্ট করুন

জেলা পরিষদ নির্বাচন: নীলফামারীতে জামানত হারালেন ২৮ প্রার্থী

 

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জামানত হারিয়েছেন ২৮ প্রার্থী। এর মধ্যে শূন্য ভোটে ৯ জন এবং মোট ভোটের আট ভাগের এক ভাগ কম ভোট পেয়ে ১৯ জন জামানত হারিয়েছেন।

২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬৬ প্রার্থীর মধ্যে ২৪ জন এবং সংরক্ষিত পাঁচটি নারী সদস্য পদে ১৭ জনের মধ্যে চারজন জামানত হারিয়েছেন। সাধারণ সদস্য পদে ৬টি ওয়ার্ডে শূন্য ভোট পেয়ে জামানত হারিয়েছেন ৯ প্রার্থী। তারা হলেন: ১ নম্বর ওয়ার্ডে একেএম জাহাঙ্গীর আলম, মো. আবদুল্লাহ, ফিরোজ পারভেজ, ৪ নম্বর ওয়ার্ডে এটিএম নূর হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামসুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে হাফিজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে বীরেন্দ্রনাথ শর্মা, ১৪ নম্বর ওয়ার্ডে রোকনুজ্জামান সেলিম ও ১৫ নম্বর ওয়ার্ডে ভুবন চন্দ্র মহন্ত। এছাড়াও ২ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান বাবলু, আবদুল হাকিম ভুট্টু, সিদ্দিকুর রহমান লায়ন, তৈয়ব আলী, ৫ নম্বর ওয়ার্ডের আসাদুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডে নব কুমার রায়, ৭ নম্বর ওয়ার্ডে তৈয়বুর রহমান, ফরহাদ আজাদ, ৮ নম্বর ওয়ার্ডে মোবাশ্বের রাশেদ্বীন, ১১ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন, ১২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান, ১৪ নম্বর ওয়ার্ডে আতোয়ার হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে আজিজুল ইসলাম ও আবুল সানোয়ার চৌধুরী জামানত হারিয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে জামানত হারিয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মিনতি রাণী সেন, ২ নম্বর ওয়ার্ডে  আল্পনা রায় ও ভারতী রানী রায় ও ৫ নম্বর ওয়ার্ডে নিলুফা ইয়াছমিন।