যশোর প্রতিনিধি: যশোর জেলা পরিষদ নির্বাচনে চারটি ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওয়ার্ডগুলো হলো সংরক্ষিত সদস্যপদের ২ ও ৩ নম্বর এবং সাধারণ সদস্যপদের ৩ ও ৯ নম্বর ওয়ার্ড।
জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ জানান, স্থগিত হওয়া ওয়ার্ডের সংরক্ষিত সদস্যপদের তিনজন ও সাধারণ সদস্যপদের তিনজনের মনোনয়নপত্র বাছাইকালে বাতিল ঘোষিত হয়। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করলে তা না-মঞ্জুর হয়। পরে হাইকোর্টের নির্দেশনায় প্রার্থিতা ফিরে পান পাঁচ প্রার্থী। এ নির্দেশনা পেয়ে জেলা রিটার্নিং অফিসার তাদের প্রার্থিতা ফিরিয়ে দেন। একইসঙ্গে প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেন। এরপর হাইকোর্টের নির্দেশনার বিপক্ষে উচ্চ আদালতের আপিল বিভাগে রিট আবেদন করে নির্বাচন কমিশন। রিট গৃহীত হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচনের কয়েক ঘণ্টাা আগে মঙ্গলবার রাতে রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে যশোরের চারটি ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করেন।