প্রিন্ট করুন প্রিন্ট করুন

ঝালকাঠিতে বিএনপির ৭৯ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জুয়েল খান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন বলে জানান নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান।

এতে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলালসহ ২৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

মামলার অভিযোগে বলা হয়েছে, শুক্রবার রাতে পৌর এলাকার ফেরিঘাট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় জীবন বাঁচাতে ট্রিপল নাইনে ফোন দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। এ সময় বোমা ফাটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

তবে এ মামলাকে রাজনৈতিক দমন-নিপীড়ন উল্লেখ করে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল সাংবাদিকদের বলেন, ‘সম্পূর্ণ একটা গায়েবি মামলা সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।’

অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়েছেন ওসি মু. আতাউর রহমান।