শেয়ার বিজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে আলোচিত মাদক কারবারি মোমেলা আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে টঙ্গী ব্যাংকের মাঠ বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেপ্তার মোমেলা ওই বস্তির জাহাঙ্গীর আলমের স্ত্রী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মাদকের মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার (২৫ অক্টোবর) রাতে মোমেলার বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। পরে তার ঘর তল্লাশি করে ৪০০ ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার এএসআই মাজাহারুল হক বাদী হয়ে মোমেলার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারপর থেকেই আত্মগোপনে ছিলেন ওই নারী।
গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রবিবার ব্যাংকের মাঠ বস্তির একটি ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গাজীপুরের টঙ্গীর নারী মাদক কারবারিদের মধ্যে শীর্ষে রয়েছে মোমেলা বেগমের নাম। প্রায় দুই দশকের মাদক ব্যবসায় তিনি গড়েছেন বিপুল সম্পদ।
টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, মোমেলাকে গ্রেপ্তার করে আজ দুপুরে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
এস এস/
প্রিন্ট করুন







Discussion about this post