ক্রীড়া ডেস্ক : আবারও টসে জিতেছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে টানা দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
আজ জিতলেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে স্বাগতিকরা। আগের ম্যাচে আইরিশদের রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে তামিমের দল। ওই ম্যাচেই বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান তোলে। আগে ব্যাট করে ওই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩৮ রান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।