ক্রীড়া ডেস্ক : ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টির পালা। সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় খেলাটি শুরু হবে।
টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ঠিক সে সময়েই বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজে পাত্তা না পাওয়া আইরিশদের বিপক্ষে আজ টি-টোয়েন্টি মিশনে নামছেন সাকিব আল হাসানরা।
সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল সাকিব আল হাসানের দল, ওই ম্যাচের একাদশে একটিই বদল এসেছে। অভিষিক্ত তানভীর আহমেদ এবার স্কোয়াডেই নেই। তার জায়গায় একাদশে ঢুকেছেন নাসুম আহমেদ। রিশাদ হোসেন ও জাকের আলি অনিক প্রথমবার স্কোয়াডে জায়গা পেলেও অভিষেকের জন্য তাদের থাকতে হচ্ছে অপেক্ষায়।
বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, রস অ্যাডাইয়ার, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলেনি, মার্ক অ্যাডাইয়ার, ক্রেইগ ইয়ং, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।