Print Date & Time : 9 May 2021 Sunday 2:21 pm

টাঙ্গাইলে সাঁকো ভেঙে গৃহবধূ নিহত

প্রকাশ: October 16, 2019 সময়- 01:12 am

v

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে সাঁকো ভেঙে শোভা রানী (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার জেলখানা-সংলগ্ন হরিজন পল্লি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শোভা রানী হরিজন পল্লি এলাকার সুভল লাল রায়ের স্ত্রী।

জানা গেছে, সকালে শোভা রানী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় প্রতিবেশীরা তাকে হাসপাতালে নেওয়ার জন্য জেলখানা-সংলগ্ন হরিজন পল্লি এলাকার বাঁশের সাঁকো পার হওয়ার সময় সেতু ভেঙে খালে পড়ে যান। পরে লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন দুপুরে শোভা রানীর মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা গৃহবধূ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত ছয়জনকে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।