নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই কার্যদিবস সূচকের পতনের পর গতকাল চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের মতো গতকালও ডিএসইর লেনদেন বেড়েছে। এদিকে আগের দিনের মতো সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ছয় হাজার ২৭৭ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে দুই হাজার ২২৩ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৮ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৫১৫টি শেয়ার এক লাখ ৩ হাজার ৬৩৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত ছিল ১৬৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৮৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩৪ কোটি ৬৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৩ কোটি ৬৮ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৩২ কোটি ৩৫ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২৭ কোটি ২১ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৬ কোটি ৭৩ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ২২ কোটি ৪৫ লাখ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ১৬ কোটি ৯২ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৬ কোটি ৫৮ লাখ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৯ দশমিক ০১ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৫৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৭ দশমিক ১৭ শতাংশ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ৫ দশমিক ৪৮ শতাংশ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৫ দশমিক ২০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৬ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১ হাজার ১১৩ দশমিক ৮৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫৪০ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত ছিল ৭৭টির দর। গতকাল সিএসইতে মোট ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১২ কোটি ১১ লাখ টাকা।